সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ রহমান
চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টেলিভিশন’-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন আহমেদ জিয়াদ এবং ভিডিও জার্নালিস্ট মো. পারভেজ রহমান। বর্তমানে ব্যুরো প্রধান ব্রেইন ইন্জ্যুরড হয়ে নিউরো সার্জারী ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করেছেন।
জানা যায়, নগরীর আকবর শাহ ও সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দখল-বেদখল ও আধিপত্য বিস্তার নিয়ে দুদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলি চলছে। এতে এখন পর্যন্ত একজন নিহত এবং ১০ থেকে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় প্রকাশ করতে পারেনি।
সংঘর্ষের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে ১৫-২০ জন সন্ত্রাসী সাংবাদিক জিয়াদ ও পারভেজের ওপর হামলা চালায়। এ সময় তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করে নেয় হামলাকারীরা।
আহত ক্যামেরাপার্সন পারভেজ রহমান জানান, "আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়, রক্তাক্ত করা হয়েছে। আমরা প্রাণ বাঁচাতে পালিয়ে আসি, পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।"
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "আমি প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি উক্ত ঘটনায় যেসব সন্ত্রাসীদের নাম এসেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী, এই ঘটনায় যদি আমার দলের কেউ সম্পৃক্ত থাকে তাহলে তাদের বহিষ্কার করে আইনের আওতায় আনা হবে।
এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিটিজি পোস্টের সম্পাদক স্বপন ইসলাম। তিনি বলেন, "পেশাদার সংবাদকর্মীদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হামলার শামিল। আমরা হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে।"
এ ঘটনায় স্থানীয় পুলিশ জানায়, "ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় অভিযান পরিচালনা জটিল হয়ে পড়েছে, তবে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।"
সিটিজিপোস্ট/ এসএইচএস
৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের একটি টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।রেলওয়ে সূত্রে জানা যায়, দোহাজারি কাঁচা বাজারের ইজারাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।প্রত্যক্...
৪ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের একটি টেন্ডারকে কেন্দ্র করে ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর এলাকায় এ সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে...