কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদের তৃতীয় দিন স্থানীয়দের বাধার মুখে অভিযান বন্ধ থাকলেও চতুর্থ দিন তা আবার শুরু হয়েছে। এ সময় বিক্ষোভ, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় নতুন করে আরও একটি মামলা হয়েছে। এই মামলায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। কস্তুরাঘাটের পশ্চিমে বদর মোকাম অংশে তিনটি এক্সভেটর দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে। এর প্রতিবাদে পেশকারপাড়া অংশে স্থানীয়রা তীব্র বিক্ষোভ শুরু করে। শত শত নারী-পুরুষ রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে ব্যারিকেড দেন। তারা নিজেদের বসতবাড়ি রক্ষা ও পুনর্বাসনের দাবিতে স্লোগান দেন এবং মাটিতে বসে পড়েন।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ-এর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, "সার্বিক পরিস্থিতির কারণে তৃতীয় দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। চতুর্থ দিনে কার্যক্রম আবারও শুরু হয়েছে। নদীর সকল অবৈধ দখল উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।"
তৃতীয় দিনের উচ্ছেদ কার্যক্রমে স্থানীয়দের বাধার মুখে ম্যাজিস্ট্রেট ফিরে যাওয়ার ঘটনায় কক্সবাজার মডেল থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের কক্সবাজার নৌ বন্দরের পোর্ট কর্মকর্তা মো. আবদুল ওয়াকিল বাদী হয়ে গত বুধবার রাতে মামলাটি করেন। এতে ১১ জনের নাম উল্লেখসহ ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, "সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।"
তিনি আরও জানান, "এর আগে মঙ্গলবারও অভিযান চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছিল যেখানে এজাহারভুক্ত ৯ জনসহ ২৫০ জনকে আসামি করা হয়। সেই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রণয়নের অর্থ আসন্ন উচ্ছেদ কার্যক্রম।...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা স...