বিএনপি মনোনয়ন: সীতাকুণ্ডে সহিংসতার ঘটনায় বিএনপির চার নেতা বহিষ্কার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৪ নভেম্বর, ২০২৫

বিএনপি মনোনয়ন: সীতাকুণ্ডে সহিংসতার ঘটনায় বিএনপির চার নেতা বহিষ্কার

চট্টগ্রাম উত্তর জেলার চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, সংঘর্ষ ও রাস্তা অবরোধের ঘটনায় স্থানীয় বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার ( ৩ অক্টোবর) ২৩৭ আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর সন্ধ্যার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় এ সহিংসতা ও হানাহানির ঘটনা ঘটে৷ এটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃতরা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিএনপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ-এর অনুসারী হিসেবে পরিচিত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে উল্লিখিত চারজনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তররাজনীতি