গণতন্ত্রকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “গণঅভ্যুত্থানের পর আজ বাংলাদেশে নানা ধরনের চক্রান্ত চলছে। গণতন্ত্রকে আবারও ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এমন সময়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের অনুপ্রেরণার উৎস। এ দিবসের চেতনায় আমাদের সেই পথেই এগোতে হবে, যে পথে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব, জনগণের ভোটাধিকার ও বিচারের অধিকার নিশ্চিত করতে পারব।”
তিনি আরও বলেন, “আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল রয়েছে।”
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কর্তৃক গণভোট ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনার প্রস্তাব প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “এই বিষয়ে আমরা গতকাল দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তই আমাদের অবস্থান—এ বিষয়ে আমরা যা বলেছি, সেটিই চূড়ান্ত বক্তব্য।”
ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ আধিপত্যবাদের চক্রান্ত ব্যর্থ করে দেয় এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে অগ্রগতির এক মোড় পরিবর্তনের দিন।”
তিনি বলেন, “শহীদ জিয়া একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন। মাত্র চার বছরের শাসনামলে তিনি রাষ্ট্রব্যবস্থা ও অর্থনীতিতে আমূল পরিবর্তন আনেন, একদলীয় বাকশাল থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন।”
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
সিটিজিপোস্ট/জাউ




