খাগড়াছড়িতে পরিত্যক্ত দোকানঘর থেকে টিয়ারশেল গ্রেনেড উদ্ধার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৮ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে পরিত্যক্ত দোকানঘর থেকে টিয়ারশেল গ্রেনেড উদ্ধার

খাগড়াছড়ি সদরের মধুপুর বাজার সংলগ্ন ব্রিজের কাছে একটি পরিত্যক্ত দোকানঘর থেকে টিয়ারশেল গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত দোকানঘরটি থেকে গ্রেনেডটি উদ্ধার করে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘উদ্ধারকৃত বস্তুটি একটি টিয়ারশেল গ্রেনেড। এটি কোনো ক্ষতিকারক গ্রেনেড নয় বলে আমাদের পর্যবেক্ষক টিম নিশ্চিত করেছে।’’

তিনি আরও জানান, ‘‘খাগড়াছড়ি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রয়েছে।’’

সিটিজিপোস্ট/ এসএইচএস


ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম