বান্দরবানের নাফাখুম ঝরনায় পা পিছলে পড়ে গিয়ে পর্যটক নিখোঁজ

সিটিজি পোস্ট প্রতিবেদক

অনলাইন ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৫ নভেম্বর, ২০২৫

বান্দরবানের নাফাখুম ঝরনায় পা পিছলে পড়ে গিয়ে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝরনায় পা পিছলে পড়ে মো. ইকবাল হোসেন (২৫) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা ডেমরা সারুলিয়া এলাকা থেকে আসা ১১ সদস্যের একটি দল নাফাখুম ভ্রমণে গেলে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে সফরসঙ্গীদের সঙ্গে ঝরনার কাছে অবস্থান করার সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যান ইকবাল। সহযাত্রীদের চেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দুর্গম ও বিপদসংকুল নাফাখুম এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, “পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পর আমরা দলের সঙ্গে যোগাযোগ করেছি। নিখোঁজ ইকবাল ঢাকার ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দা। তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

স্থানীয়দের সহযোগিতায় বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম