খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবন বিহারে বিএনপি প্রার্থীর সংঘদান ও অষ্টপরিস্কার দান
রাঙামাটি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৫ নভেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে রাঙামাটির রাজবন বিহারে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথেরুর নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুগণের ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে সংঘদান ও অষ্টপরিস্কার দান সম্পন্ন করেন তিনি। বিহারের ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ান জানান, সম্প্রতি ২৯৯ নং রাঙামাটি আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ায় তিনি দলীয় উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবোজ্যোতি চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় থাকা এবং রাঙামাটির সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।




