রাঙামাটিতে যোগদানের প্রথমদিনেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নতুন এসপি

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙামাটি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ নভেম্বর, ২০২৫

রাঙামাটিতে যোগদানের প্রথমদিনেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নতুন এসপি

রাঙামাটিতে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসপি মুহম্মদ আব্দুর রকিব।

সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের প্রধান লক্ষ্য। এই প্রক্রিয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে গুজব ছড়ানো বা যেকোনো বিভ্রান্তিকর তথ্যের কারণে কেউ যাতে হয়রানির শিকার না হয়, তা জেলা পুলিশ দৃঢ়ভাবে নিশ্চিত করবে।”

মাদক নিয়ে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। জেলায় মাদক বিক্রি, সেবন ও মাদক চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া আমাদের অন্যতম অগ্রাধিকার। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

তিনি আরও জানান, পুলিশের নিয়মিত অভিযান, তথ্য সংগ্রহ এবং কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে মাদক প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশের নানামুখী উদ্যোগের কথাও তুলে ধরেন নতুন এসপি। তিনি বলেন, “অপরাধ দমনে দ্রুত সাড়া, টহল বৃদ্ধি, প্রযুক্তিগত নজরদারি এবং জনগণের আস্থা অর্জনই হবে আমাদের কাজের মূল ভিত্তি। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা আরও শক্তিশালী হবে। ২৫তম বিসিএস এর এই পুলিশ কর্মকর্তা রাঙামাটিতে যোগদানের আগে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জসিম উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক সভাপতি, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ শাহেদ উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম