রাঙামাটিতে পুরোহিত ও সেবাইতদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙামাটি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২ ডিসেম্বর, ২০২৫

রাঙামাটিতে পুরোহিত ও সেবাইতদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি শহরের আসামবস্তীস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় রাঙামাটি সদর জোনের উদ্যোগে শতাধিক মানুষের অংশগ্রহণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। তিনি বলেন, “সেনাবাহিনী শুধু দেশের সুরক্ষায় নয়, জনগণের সংকটে পাশে দাঁড়ানোকে দায়িত্ব হিসেবে গণ্য করে। শীতের শুরুতেই অসহায় ধর্মীয় সেবাদাতাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের প্রধান পুরোহিত রানদীর চক্রবর্তী, রাঙামাটি পুরোহিত কল্যাণ কমিটির সভাপতি নির্মল চক্রবর্তী, শ্রী শ্রী কৈবল্যকুঞ্জ (রাম ঠাকুর) মন্দিরের সাধারণ সম্পাদক বাবলা মিত্র, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পরিমল মণ্ডল ও অনিক মজুমদারসহ অন্যান্য অতিথিরা।

শীতবস্ত্র গ্রহণ করতে আসা পুরোহিত–সেবাইতরা জানান, শীতের আগমুহূর্তে এ সহায়তা তাঁদের জন্য বড় স্বস্তি ও আশীর্বাদস্বরূপ। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ শুধু সহায়তাই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।

রাঙামাটির বিভিন্ন মন্দির-সংলগ্ন এলাকার মানুষও সেনাবাহিনীর এই কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম