কেজিতে ৩ টাকা বাড়িয়ে আমন মৌসুমে ৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৯ নভেম্বর, ২০২৫

 কেজিতে ৩ টাকা বাড়িয়ে আমন মৌসুমে ৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

আসন্ন আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৭ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত বছরের তুলনায় এবার প্রতি কেজিতে সর্বোচ্চ ৩ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা জানান, আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকার আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ করবে। এবার মোট ৬ লাখ টন সেদ্ধ চাল, ৫০ হাজার টন আতপ চাল এবং ৫০ হাজার টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে সেদ্ধ চালের জন্য কেজিপ্রতি ৫০ টাকা, আতপ চালের জন্য ৪৯ টাকা এবং ধানের জন্য ৩৪ টাকা। গত আমন মৌসুমে ধান সংগ্রহ করা হয়েছিল ৩৩ টাকা, সেদ্ধ চাল ৪৭ টাকা এবং আতপ চাল ৪৬ টাকা দরে।

আলী ইমাম মজুমদার বলেন, “সংগ্রহে কোনো কার্পণ্য করা হবে না। কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য ধাপে ধাপে সংগ্রহ করা হবে। প্রয়োজনে ঘোষিত পরিমাণের অতিরিক্ত শস্যও সংগ্রহ করা হবে।”

তিনি আরও বলেন, “গত মৌসুমেও কিছু অতিরিক্ত শস্য সংগ্রহ করা হয়েছিল। কৃষকের স্বার্থ বিবেচনা করে আমরা এবার দাম কিছুটা বাড়িয়ে রাখছি। যদিও বোরো মৌসুমের তুলনায় আমন মৌসুমে উৎপাদন খরচ কিছুটা কম।”

খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন সংগ্রহমূল্য ও সময়সূচি অনুযায়ী জেলা পর্যায়ে শস্য ক্রয় কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে সরকার।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়