রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় দুই বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

রাজধানীর শাহজাদপুর ও মেরুল বাড্ডা এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, ভোর ৫টা ৪০ মিনিটে খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে বলে জানান স্থানীয়রা।




