শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি”— এই প্রতিপাদ্যকে ধারণ করে উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি দায়িত্ব, আদর্শ ও মানবিকতার প্রতীক। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের ঐক্য, দক্ষতা ও পেশাগত প্রশিক্ষণ অপরিহার্য। শিক্ষকরা যদি যথাযথ সম্মান, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পান, তবে শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
আলোচনা সভার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শিক্ষা খাতের সমন্বিত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সিটিজিপোস্ট/জাউ
৫ অক্টোবর, ২০২৫
কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব শিক্ষক দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও ...
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৪ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব শিক্ষক দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়কের বিভিন্ন স্থান প...