প্রবাসী মামুন হত্যা মামলার আসামি ফারহানকে আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৫ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় প্রবাসী মামুন হত্যা মামলার অন্যতম আসামি মো. ফারহান (২৩) কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে উপজেলার সুচক্রদণ্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফারহান উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডেঙ্গাপাড়া দরগাহভিটা এলাকার মো. আইয়ুব আলী ওরফে বুইন্যার ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে স্থানীয় ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে গুরুতর আহত হন একই এলাকার প্রবাসী মামুন (২৪)। পরে শুক্রবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী আখি আক্তার বাদী হয়ে পটিয়া থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২–৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি ফারহানকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর মামলার ৪ নম্বর আসামি বিএনপি নেতা মো. আইয়ুব আলী ওরফে বুইন্যা (৫০) গ্রেফতার হয়েছেন। তবে মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা ফাহিম এখনো পলাতক।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসা যশ চাকমা বলেন, “মামুন হত্যা মামলায় এখন পর্যন্ত আমরা দুইজন আসামিকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বিশেষ করে প্রধান আসামি ফাহিমকে ধরতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে।”
সিটিজিপোস্ট/জাউ




