বাংলাদেশের বরেণ্য ইতিহাসবিদ, শিক্ষাবিদ ও গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. সুনীতিভূষণ কানুনগো আজ বিকেল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯১ বছর।
বাংলাদেশে ইতিহাসচর্চায় উজ্জ্বল পুরুষ সুনীতিভূষণ কানুনগোর জন্ম ১৯৩৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে। তাঁর বাবার নাম পুলিনবিহারী কানুনগো, মায়ের নাম সুচারুপ্রভা কানুনগো।
উপমহাদেশের স্বনামখ্যাত ঐতিহাসিক ড. কালিকারঞ্জন কানুনগো তাঁর জ্যেষ্ঠ পিতৃব্য।
সুনীতিভূষণ কানুনগো ১৯৬০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে এম.এ. ডিগ্রি লাভ করার পর স্যার আশুতোষ কলেজে শিক্ষকতায় যোগদান করেন। ১৯৬২ সালে প্রথিতযশা ঐতিহাসিক ড. কালিকারঞ্জন কানুনগোর নির্দেশে ইতিহাসে গবেষণার কাজে ব্রতী হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবদুল হালিমের অধীনে ১৯৬৩ সালে সুনীতিভূষণ আনুষ্ঠানিকভাবে পিএইচডি গবেষণা শুরু করেন। এসময় তিনি ১৯৬৪ সালের জুন থেকে ১৯৬৫ সালের জুন পর্যন্ত এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন।
ইতোমধ্যে অধ্যাপক আবদুল হালিম পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ল তিনি তখন ইতিহাসের আরেক দিকপাল ড. আবদুল করিমের অধীনে তাঁর থিসিসের বাকি কাজ শেষ করেন।
১৯৬৮-৬৯ সালে পিএইচডির কাজ শেষ হলেও ডিগ্রি পেতে পেতে ১৯৭৩ সাল হয়ে যায়। ১৯৭৫ সালে ড. করিম তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের শিক্ষক হওয়ার পর টানা ২৬ বছর তিনি বিভাগে কর্মরত থেকে ২০০১ সালে অবসরে যান।
তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে A History of Chittagong; বাংলার ইতিহাস (২ খণ্ড); বাংলার শাসনতান্ত্রিক ইতিহাস (২ খণ্ড); The Chittagong Revolt; ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রাম; A History of the Chittagong Hill Tracts; Chakma Resistance to British Domnation; ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে চাকমা জাতির সংগ্রাম; বাংলায় বৈষ্ণব আন্দোলন; বাংলায় ভক্তিবাদ; প্রাচ্যের রাষ্ট্রদর্শন; কালিকারঞ্জন কানুনগো : জীবন ও কর্ম; শরচ্চন্দ্র দাশ : জীবন ও কর্ম; নবীনচন্দ্র দাশ: জীবন ও কাব্যচর্চা; চট্টগ্রাম চরিতাভিধান; ইংল্যান্ডের ইতিহাস; চট্টগ্রামের প্রাচীন ইতিহাস।
আজ বিকেল ৪ অক্টোবর বিকেল ৪.১৩ মিনিটে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রাম থেকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তিনি দেহত্যাগ করেছেন বলে তাঁর কাকাতো ভাই দোলন কানুনগো নিশ্চিত করেছেন।
আগামীকাল ৫ অক্টোবর বেলা ১১ টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে বরেণ্য ইতিহাসবিদের শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সিটিজিপোস্ট/জাউ
৫ অক্টোবর, ২০২৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও সম্মতির জন্য গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। তবে গণভোটটি কবে এবং কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।রবিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের বৈঠকে এই ঐকমত্য গড়ে ওঠে। আলোচনার পর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী...
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
৫ অক্টোবর, ২০২৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও সম্মতির জন্য গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। তবে গণভোটটি কবে এবং কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।রবিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ...