একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন তৈরির অপচেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ ধর্মভীরু। আমরা অবশ্যই ধর্ম মেনে চলি। কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্র ও সমাজকে বিভাজন করার কোনো সুযোগ নেই এবং আমরা সেটি বিশ্বাস করি না। বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে, এটাই ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের চেতনা।”
তিনি আরও বলেন, “সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে বিএনপিকেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।”
ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা ‘গ্রামে পৌঁছাতে পারেনি’ বলে তিনি মনে করেন। “আমি যখন গ্রামে যাই, সেটা দেখিনি”, উল্লেখ করেন মহাসচিব।
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম দুর্বল বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন বা প্রচারণা যা-ই বলো, সেখানে তোমাদের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এর প্রভাব বিগত নির্বাচনে পড়েছে। এই জায়গায় তোমাদের আরও শক্তিশালী হয়ে এগিয়ে আসতে হবে।”
সিটিজিপোস্ট/জাউ




