সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজার সফরে গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার পৌঁছান। তার সঙ্গে ছিলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, তবে তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দর থেকে তারা স্পিডবোটে মহেশখালী যান। সেখানকার কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল পরিদর্শন করেন। বেলা ১১টায় প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছালে হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাদের স্বাগত জানান। এ সময় হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন পিটার হাস এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরে প্রতিনিধি দলটি বড় মহেশখালীতে আরও কিছু কর্মসূচিতে যোগ দেন। তবে সেসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সূত্র জানিয়েছে, বুধবার বিকেলেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন পিটার হাস। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। দায়িত্বকালীন সময়ে রাজনৈতিক তৎপরতা ও বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের কারণে তিনি ছিলেন আলোচনায়।
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রণয়নের অর্থ আসন্ন উচ্ছেদ কার্যক্রম।...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা স...