কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রণয়নের অর্থ আসন্ন উচ্ছেদ কার্যক্রম।
বাসিন্দাদের অভিযোগ, এর আগেও সমিতিপাড়া ও নাজিরারটেক এলাকায় উচ্ছেদ কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছিল। পুনর্বাসনের জন্য খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের ফ্ল্যাটগুলো পর্যাপ্ত নয় বলে দাবি করেন তারা। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত বাসিন্দাদের বাইরে রেখে স্বার্থান্বেষী মহল দালালের মাধ্যমে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন,সরকার কোনো উচ্ছেদ নয়, বরং পুনর্বাসনের তালিকা তৈরি করছে। খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের নতুন ফ্ল্যাটগুলো সমিতিপাড়াবাসীদের বরাদ্দ দেওয়ার জন্যই এ উদ্যোগ।
জেলা প্রশাসক মো. সালাউদ্দিন বলেন,আমাদের লক্ষ্য পুনর্বাসন, উচ্ছেদ নয়। সমিতিপাড়ার মানুষকে আধুনিক ও নিরাপদ আবাসনে নেওয়াই উদ্দেশ্য। কিছু মহল উচ্ছেদ শব্দটি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে যা দুঃখজনক।