কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের উত্তর শরীফপাড়ায় নৃশংসভাবে খুন হয়েছে চার বছরের শিশু ফাতেমা। হত্যাকারী তারই আপন চাচা নুরুল হাকিম (২৫)।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আসামি নুরুল হাকিম তার ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা চান। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে ভাতিজি ফাতেমার মাথায় কোপ দেন। এতে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ হত্যাকারী নুরুল হাকিমকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি নিশ্চিত করেছেন।
সিটিজিপোস্ট/এমএইচডি