কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে মলদ্বারে লুকানো ১,৯৮২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা থেকে জাহাঙ্গীর আয়েস (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। আটক জাহাঙ্গীর টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রাজ্জাকের ছেলে।
বিজিবি জানায়, হোয়াইক্যং বিওপি চেকপোস্টে সিএনজিটি পৌঁছালে সন্দেহজনক গতিবিধি দেখে জাহাঙ্গীরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার মলদ্বারের ভেতর ইয়াবা লুকানো আছে। পরে স্থানীয় একটি প্যাথলজিতে এক্স-রে করে ইয়াবার প্যাকেট শনাক্ত করা হয়। এরপর চিকিৎসকের সহায়তায় কালো রঙের একটি বায়ুরোধী প্যাকেট থেকে ১,৯৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আটককৃত ব্যক্তি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তিনি আরও বলেন, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃত যুবককে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সিটিজিপোস্ট/এমএইচডি