সাগরে নিখোঁজের ১৫ ঘণ্টা পর সমিতি পাড়া সংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র জুহায়ের আয়মানের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সমিতি পাড়া সংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করে জেলা প্রশাসনের পর্যটন সেল।
নিহত জুহায়ের আয়মান বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শরিফুল ইসলামের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ভাতিজা।
সিনিয়র লাইফগার্ড কর্মকর্তা ওসমান গনি জানান, স্থানীয়দের খবর পেয়ে ভোরে লাইফগার্ড সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে পরিচয় শনাক্ত করা হয় এবং পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি উদ্ধার করে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারের লাবণী পয়েন্টে গোসলে নামেন জুহায়ের। এ সময় হঠাৎ উত্তাল ঢেউয়ে তারা ভেসে যান। লাইফগার্ড সদস্যরা তার দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও জুহায়ের গভীর সাগরে তলিয়ে যান।
প্রসঙ্গত, চলতি বছরের ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসান কক্সবাজার সৈকতে নিখোঁজ হন, এখনও তার খোঁজ মেলেনি।
লাইফগার্ড সংগঠন ‘সি সেইফ’ জানিয়েছে, গত এক বছরে কক্সবাজার সৈকতে গোসলে নেমে ১২ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। একই সময়ে প্রায় ৮০ জনকে সতর্ক তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে।
সিটিজিপোস্ট/এসএমএফ