কক্সবাজারের উখিয়ায় শখ করে মাছ ধরতে গিয়ে দুই কিশোর সাগরে ভেসে গেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মনখালী খেলার মাঠসংলগ্ন পশ্চিম উপকূলে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৭) ও নাজির হোছনের ছেলে সায়েম (১৮)।
নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ জানান, সকালে কয়েকজন বন্ধুর সাথে সাগরে মাছ ধরতে নামে সায়েম। হঠাৎ পানির স্রোতে ভেসে যায় সে। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।
অন্য মামা মুজিবুর রহমান বলেন, “মোট ছয়জন কিশোর মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ প্রবল ঢেউয়ে দু’জন ভেসে যায়। স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও তাদের আর খুঁজে পাওয়া যায়নি।”
স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
সিটিজিপোস্ট/এমএইচডি
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রণয়নের অর্থ আসন্ন উচ্ছেদ কার্যক্রম।...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা স...