ভূজপুরে বসতঘরে যুবকের রহস্যজনক মৃ/ত্যু: মা আটক

সিটিজি পোস্ট প্রতিবেদক

ফটিকছড়ি প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭ অক্টোবর, ২০২৫

ভূজপুরে বসতঘরে যুবকের রহস্যজনক মৃ/ত্যু: মা আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকায় কামরুল হাসান কাউছার (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা হামিদা বেগমকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইদিলপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কাউছার ওই এলাকার দুবাই প্রবাসী মো. কামাল ভূঁইয়া ওরফে মনা’র একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কাউছারের মায়ের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তার মরদেহ দেখতে পান। বিছানার ওপর পড়ে থাকা দেহে একাধিক কাটা ও রক্তের দাগ দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং নিহতের মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

প্রতিবেশীরা জানান, কিশোরের মৃত্যু রহস্যজনক। ঘটনার সময় মায়ের ভূমিকা কী ছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা ঘটনার সঠিক তদন্ত ও রহস্য উদঘাটনের দাবি জানায়।

স্থানীয় ইউপি সদস্য আশুতোষ চক্রবর্তী জানান, ‘‘নিহতের শরীরে রক্তাক্ত আঘাতের চিহ্ন ও বিছানায় রক্তমাখা কাপড় দেখা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।’’

নিহতের পরিবার দাবি করেছে, কাউছার ঘুমের ওষুধ খেয়ে অতিরিক্ত সেবনের কারণে মারা গেছে। তবে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে কোনো পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, ‘‘নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং নিহতের মা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।’’

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর