কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার একটি পুকুরে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এর মধ্যে মোহাম্মদ আনাচ (১৯) নামে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। আরেকজন, মোহাম্মদ তাকসান আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে নারিকেল বাগিচা এলাকার ওই পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আনাচ রামু সরকারি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম লার পাড়ার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। আইসিইউতে থাকা মোহাম্মদ তাকসান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি একই এলাকার আব্দুল জলিলের ছেলে। দুজনই চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে আনাচ ও তাকসান। কিন্তু পানির গভীরতা বুঝতে না পেরে তারা তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দল ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আনাচের বড় জেঠা হাজী আবু তালেব বলেন, “শখ করে গোসল করতে গিয়েছিল ওরা। কিন্তু পুকুরের গভীরতা না বোঝায় এ দুর্ঘটনা ঘটে। পরে সবাই মিলে উদ্ধার করলেও আনাচকে বাঁচানো যায়নি।”
কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনাচকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর অবস্থায় থাকা তাকসানকে দ্রুত কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রণয়নের অর্থ আসন্ন উচ্ছেদ কার্যক্রম।...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা স...