দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২ নভেম্বর, ২০২৫

দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন

তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, “দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।”

তিনি আরও জানান, “দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে নতুনভাবে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হালনাগাদে ভোটার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মৃত ও অনুপস্থিতদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এই সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে বলে ইসি সূত্র জানিয়েছে।

ক্যাটাগরি:
জাতীয়