বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ১৯ বছর পর সুদান থেকে ময়নুল হকের দেশে ফেরা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২ নভেম্বর, ২০২৫
.jpg%3Fv%3D1762094101360&w=3840&q=75)
সুদানের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দীর্ঘ ১৯ বছর নিঃসঙ্গ জীবনযাপন শেষে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দেশে ফিরেছেন এক বাংলাদেশি নাগরিক, জনাব মো. ময়নুল হক। আজ তিনি নিজ মাতৃভূমির মাটিতে পা রেখে ফিরে গেছেন তাঁর প্রিয় পরিবারের কাছে।
২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (UNISFA)-তে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৩)-এর একটি টহলদল সুদানের আবেই বাজার এলাকায় এক বাংলাদেশি নাগরিকের সন্ধান পায়।
পরবর্তীতে জানা যায়, ওই ব্যক্তি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বাজিত গ্রামের বাসিন্দা মো. ময়নুল হক, পিতা রজ্জব আলী। প্রায় ১৯ বছর আগে ঠিকাদারির কাজে তিনি সুদানের রাজধানী খার্তুমে যান। কিন্তু আকস্মিকভাবে শুরু হওয়া গৃহযুদ্ধ তাঁর জীবনকে বিপর্যস্ত করে তোলে। দীর্ঘদিন অবরুদ্ধ অবস্থায় থাকার পর তিনি প্রাণ বাঁচাতে পালিয়ে যান আবেই অঞ্চলে।
এসময় তিনি পাসপোর্টসহ সব বৈধ নথিপত্র হারান, ফলে দেশে ফেরার উপায় হারিয়ে ফেলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দেখে তিনি নিজের পরিচয় জানান এবং দেশে ফিরে যাওয়ার গভীর আকুতি ব্যক্ত করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিষয়টি যাচাই করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। এরপর বিষয়টি সেনাসদরে পাঠানো হয় এবং পরবর্তীতে সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ১৫ আগস্ট ২০২৫ তারিখে তার দেশে ফেরার জন্য ‘ট্রাভেল পারমিট’ ইস্যু করে। আর্থিক অনটনের বিষয়টি বিবেচনায় নিয়ে দূতাবাস তার বিমান ভাড়া ও আনুষঙ্গিক আর্থিক সহায়তাও প্রদান করে।
এরপর ২৯ অক্টোবর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে তিনি আবেই থেকে বিমানযোগে সাউথ সুদানের রাজধানী জুবা পৌঁছান। সেখান থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সে করে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
দীর্ঘ ১৯ বছর পর পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়ে মো. ময়নুল হক আবেগাপ্লুত কণ্ঠে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি ভাবিনি আর কোনোদিন দেশের মাটিতে ফিরতে পারব। আল্লাহর অশেষ রহমত, সেনাবাহিনীর ভাইদের সহায়তায় আজ আমি আমার পরিবারের কাছে ফিরেছি।”
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, “যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে থাকা এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার ও দেশে ফিরিয়ে আনার মতো মানবিক কাজে অংশ নিতে পেরে আমরা গর্বিত। দেশের মানুষের প্রয়োজনে সবসময় পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী।”
.jpg%3Fv%3D1762093470413&w=3840&q=75)

.jpg%3Fv%3D1762082443213&w=3840&q=75)

.jpg%3Fv%3D1762067501671&w=3840&q=75)