৮ বাংলাদেশি সাংবাদিক পেলেন সিপিআরডি-টিসিডাব্লিউ রিপোর্টিং ফেলোশিপ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২ নভেম্বর, ২০২৫

৮ বাংলাদেশি সাংবাদিক পেলেন সিপিআরডি-টিসিডাব্লিউ রিপোর্টিং ফেলোশিপ

পরিবেশ ও জলবায়ু বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা শক্তিশালী করতে সিপিআরডি (পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার) এবং দ্য ক্লাইমেট ওয়াচ (টিসিডাব্লিউ) যৌথভাবে ২০২৫ সালের রিপোর্টিং ফেলোশিপের জন্য আট বাংলাদেশি সাংবাদিককে নির্বাচন করেছে।

সিপিআরডি-টিসিডাব্লিউ ফেলোশিপ-২০২৫ এর আওতায় নির্বাচিত সাংবাদিকরা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, নবায়নযোগ্য জ্বালানি, ক্ষতি ও ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন এবং কমিউনিটি রেজিলিয়েন্সসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রমাণভিত্তিক গভীর প্রতিবেদন তৈরি করবেন।

ফেলোশিপ প্রদানকারী কর্তৃপক্ষ বরাতে, এ বছর আগের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ ছিল, যা দেশে জলবায়ু সাংবাদিকতায় সাংবাদিকদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।

নির্বাচিত সাংবাদিকরা হলেন:

সাজিবুর রহমান (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস), মেহেদী আল আমিন (প্রতিদিনের বাংলাদেশ), রুকাইয়া ইসলাম (আলাপ), রায়হান আহমেদ (জাগোনিউজ২৪.কম), মো. আসাদুজ্জামান (দ্য ডেইলি স্টার), মিজানুর রহমান ইউসুফ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), শেখ তানজির আহমেদ (বাংলানিউজ২৪.কম) ও নওশাদ আলী হোসেন (ফ্রিল্যান্স সাংবাদিক)।

ফেলোশিপপ্রাপ্তরা অভিজ্ঞ সম্পাদক ও বিশেষজ্ঞ পরামর্শকদের তত্ত্বাবধানে বাংলা বা ইংরেজি ভাষায় প্রতিবেদন তৈরি করবেন। এসব প্রতিবেদন আগামী নভেম্বর মাসে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩০) এর পূর্বে প্রকাশিত হবে।

উল্লেখ্য, সিপিআরডি ও দ্য ক্লাইমেট ওয়াচ ২০২৪ সালে প্রথম এই ফেলোশিপ চালু করে। এর লক্ষ্য বাংলাদেশের জলবায়ু বাস্তবতা, চ্যালেঞ্জ, উদ্যোগ ও সমাধানকে বৈশ্বিক আলোচনায় আরও শক্তিশালীভাবে তুলে ধরা এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে জোরালো করা।

ক্যাটাগরি:
জাতীয়