জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভিন্নধর্মী উদ্যোগ ‘এডুগ্রিন’

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৭ অক্টোবর, ২০২৫

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভিন্নধর্মী উদ্যোগ ‘এডুগ্রিন’

চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে "সবুজ ক্যাম্পাস সবুজ প্রজন্ম" শীর্ষক পরিবেশবান্ধব কার্যক্রম এডুগ্রিন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নগরীর ঝাউতলার বাংলা বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে সকাল ১১টায় এবং ইউসেপ টেকনিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণে ১২ টায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর হামিদ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক নাঈম আহসান তালহা, বাংলা বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক প্রিয়াংকা চৌধুরী, ইউসেপ টেকনিক্যাল ইনস্টিটিউট এর শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, শিক্ষক শামীম আরা সুলতানা, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাবিদ আহসান খালিদ, পরিবেশকর্মী নাহিদুল ইসলাম ইমন।

প্রজেক্ট বিষয়ে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক নাঈম আহসান খালিদ বলেন, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সচেতন ও টেকসই পৃথিবী গড়ে তোলাই এডুগ্রিন-এর লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা গতানুগতিক ধারার বাইরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক বাগান করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদেরকে সচেতন করা, তাদের সক্রিয় অংশগ্রহণে সবুজায়ন বৃদ্ধি করা, এর মাধ্যমে পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা জন্যে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমদাদুল্লাহ তামিম, কানিজ মাহজাবিন, সামিরা করিম নীহা, সাবা রাহনুম, ইমতিয়াজ রায়হান, ইকরা নাজিম, খালিদ বিন সবুর প্রমুখ।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম