রাঙ্গুনিয়ায় এবি ট্রাভেলস এর চাপায় মোটরসাইকেল আরোহী আহত
রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহরগামী এবি ট্রাবেলস নামীয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত।
আজ শুক্রবার (৩ অক্টোবর ) সকাল ১১ টায় উপজেলা সদর ইছাখালীর ভূমি অফিস সংলগ্ন জেলেপাড়ার মুখে এ দূর্ঘটনা ঘটে।মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে হাসপাতাল কতৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
হাসপাতাল সূত্র জানায়, মোটর সাইকেল আরোহীর অবস্থা সংকটাপন্ন। আহত মোটরসাইকেল আরোহীর নাম জাফর (৩৫)। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড নোয়াগাঁও এলাকার মৃত ছৈয়দুর রহমানের পুত্র। আহত জাফর হাত, পা ও ঘাড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তাই সড়কে এবি ট্রাবেলসের চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালায়। মোটরসাইকেলটি একটি সিএনজিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
সিটিজিপোস্ট/জাউ




