সাতকানিয়ায় মিনিবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

সাতকানিয়ায় মিনিবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “একটি মিনিবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তাঁর স্বজনরা থানায় আসছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ