পটিয়ায় দ্যা শোডাউন কাপ অব ডায়নামিক ইলেভেন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গোল্ডেন স্পার্টান্স

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

পটিয়ায় দ্যা শোডাউন কাপ অব ডায়নামিক ইলেভেন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গোল্ডেন স্পার্টান্স

পটিয়ার ডাইনামিক ইলেভেন আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দ্যা শোডাউন কাপ অব ডায়নামিক ইলেভেন সিজন-২ এর শ্বাসরুদ্ধকর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে। গত ৯ই নভেম্বর (রবিবার) রাতে টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে।

স্থানীয় তরুণ প্রজন্মের ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে জমজমাট এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় পটিয়া পল্লী বিদুৎ টার্ফে।

এবারের টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল- গোল্ডেন স্পার্টান্স বনাম আয়রন টাইটানস। খেলার শুরু থেকেই মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দর্শক গ্যালারিতে দর্শকদের গর্জন সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত দারুণ দলীয় সমন্বয় ও অসাধারণ খেলার প্রদর্শনী দেখিয়ে আয়রন টাইটানসকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় গোল্ডেন স্পার্টান্স।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম রাজু, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রুবেল দাশ, এস পি কোচিংয়ের শিক্ষক হৃদয় দে।

পুরষ্কার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বলেন, ডাইনামিক ইলেভেনের এই আয়োজন শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি তরুণ সমাজকে ইতিবাচক পথে রাখার এক অনন্য উদ্যোগ। মাঠে যে স্পোর্টসম্যানশিপ দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়। এ টুর্নামেন্টের খেলোয়াড়দের মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা দেখা গেছে। তারা যদি এই মনোযোগ ধরে রাখে, একদিন বড় পরিসরে পটিয়ার নাম উজ্জ্বল করবে।

এই আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়ার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এমন উদ্যোগ নিয়মিত হলে সমাজ আরও সুস্থ ও উদ্যমী হবে। ডাইনামিক ইলেভেনের এই উদ্যোগ পটিয়ার তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। এমন আয়োজন প্রতি বছর হলে অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে।

বিজয়ী দলের খেলোয়াড়রা ম্যাচ শেষে বলেন, আমরা একসাথে খেলেছি, একসাথে স্বপ্ন দেখেছি আজ সেটাই বাস্তব হয়েছে। আমাদের টিমওয়ার্কই ছিল সাফল্যের চাবিকাঠি।

পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ টুর্নামেন্টের পুরো আয়োজন জুড়ে ছিল নান্দনিক পরিবেশনা, উচ্ছ্বাস এবং ক্রীড়াসুলভ মনোভাবের প্রতিফলন। ডাইনামিক ইলেভেনের এই আয়োজন পটিয়ার ক্রীড়াঙ্গনে এক নতুন প্রাণসঞ্চার করেছে। স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে এই উদ্যোগের ভূমিকা প্রশংসনীয় বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ