সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, ধাক্কা দিয়ে পালালো গাড়ি

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৯ নভেম্বর, ২০২৫

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, ধাক্কা দিয়ে পালালো গাড়ি

চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় ফজলুল কাদের (৭০) নামে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল কাদের কক্সবাজারের চকরিয়া উপজেলার তরজঘাটা এলাকার বাচা মিয়ার ছেলে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ফজলুল কাদের শান্তিরহাট এলাকায় গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ ওয়াসিম জানান, চমেক হাসপাতালে নেওয়ার পথে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ফজলুল কাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় চালককে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ