চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় এক কবিরাজের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কবিরাজের নাম আবুল মনসুর বৈদ্য (৩৮)। তিনি হারুয়ালছড়ি ইউনিয়নের বেতুয়ার খিল পশ্চিম খামারি পাড়া এলাকার শফি আলমের পুত্র।
পুলিশ জানায়, রাঙ্গামাটিয়ার আদর্শ গ্রামের একটি বাড়ির ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, মনসুর কবিরাজি করতেন। গেলো সোমবার রাতে কয়েকজন রোগী মোটরসাইকেল নিয়ে তার কাছে আসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে তার বাড়ির দরজায় তালা দেখতে পাওয়া যায়, যা ভেঙে ঘরের ভিতরে জবাই করা মরদেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানা পুলিশের ডিউটি অফিসার এসআই ফারুক হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।
সিটিজি পোস্ট/এইচএস