আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একইসাথে দেশের আট বিভাগেই হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রামের কিছু স্থানে এবং ঢাকা, খুলনা ও বরিশালের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তবে বুধবার থেকে তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।