চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূলের শীতলপুরে অবস্থিত কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে পাইপ ফেটে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকের নাম মো. ফারুক (৪৮), তিনি ইয়ার্ডের কাটার ফোরম্যান হিসেবে কর্মরত। অক্সিজেন গ্যাস দিয়ে কাটিংয়ের কাজ শেষে মূল সুইচ বন্ধ না করে পাইপের মুখ হাত দিয়ে আটকাতে গেলে উচ্চচাপে পাইপ ফেটে আগুন ধরে যায়।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। ইয়ার্ডের হেলথ সেফটি অ্যান্ড এনভাইরনমেন্টাল ম্যানেজার রঞ্জিত কুমার নাথ জানান, ফারুক এখন অনেকটাই আশঙ্কামুক্ত এবং তার চিকিৎসার খরচ ইয়ার্ড কর্তৃপক্ষ বহন করছে।