মিয়ানমারে রোহিঙ্গা সংকট মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে শিগগির যৌথ প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ, মালয়েশিয়া এবং কয়েকটি আঞ্চলিক দেশ। আসন্ন সপ্তাহগুলোতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও বাংলাদেশের প্রতিনিধি দল মিয়ানমারে শান্তি ও মানবিক মিশনের কাজ শুরু করবে।
আজ মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সিঙ্গাপুরভিত্তিক এশিয়া ওয়ানকে এ তথ্য জানান। তিনি বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ও শরণার্থী এবং ভূমিকম্পের শিকারদের সহায়তা দেওয়া এখনই জরুরি। বাংলাদেশের ওপর এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীর মানবিক বোঝা গভীর উদ্বেগের কারণ বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাখাইনে সহিংসতার কারণে গত ১৮ মাসে আরও প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বর্তমানে কক্সবাজারে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় থাকা ড. ইউনূস আজ আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), পেট্রোলিয়াম পণ্য এবং সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়ন ও সরবরাহ।
আসিয়ানের চেয়ারম্যান হিসেবে আনোয়ার ইব্রাহিম বলেন, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান ও মিয়ানমারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকবে। উদ্যোগের আওতায় কক্সবাজারে রোহিঙ্গাদের জীবনযাত্রার উন্নয়ন এবং মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তাও দেওয়া হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ, তাদের নিরাপত্তা নিশ্চিত ও মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা এখন অপরিহার্য। এই যৌথ উদ্যোগকে তিনি সংকট সমাধানের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পর...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ০৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’শীর্ষক যৌথ অনুশীলন গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) তারিখে ব...