চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এয়াকুবের বিরুদ্ধে সহকারী শিক্ষক সেলিনা আক্তারকে দীর্ঘদিন ধরে হুমকি, অশালীন ভাষায় অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
সম্প্রতি ভুক্তভোগী শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক বিমাতাসুলভ আচরণ করে ছোটখাটো বিষয়েও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কয়েকদিন আগে বিদ্যালয়ের অফিসে বহিরাগত এনে তাকে হেনস্তা করা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। প্রতিবাদ করলে তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়।
সহকারী শিক্ষক সেলিনা আক্তার জানান, দীর্ঘদিন ধরে অন্যায় আচরণের শিকার হয়ে প্রতিকার না পাওয়ায় তিনি লিখিত অভিযোগ করতে বাধ্য হয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ১৩ জুলাই উপজেলার দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ঢুকে সহকারী শিক্ষক হালিমা নাসরীনকে তার ভাসুর মারধর করেন। পরে পুলিশ তাকে আটক করে।