আমাকে নির্বাচন থেকে বাদ দেওয়া যাবে না : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৭ নভেম্বর, ২০২৫

আমাকে নির্বাচন থেকে বাদ দেওয়া যাবে না : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, এই দেশের মানুষের সাথে আমার রক্ত মিশে আছে, আমাকে কেউ ভোট থেকে বাদ দিতে পারবে না। যতদিন আপনাদের রক্তের সাথে আমার পরিবারের রক্ত মিশে থাকবে, ততদিন কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না। আমরা আছি, আমরা থাকব, ইনশাআল্লাহ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে রাউজান সরকারি কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, রাউজানে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে যেকোনো মূল্যে। আমার পেছনে ও আশেপাশে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে। যারা এসব ছবি তোলে, তারা কি মসজিদের ইমাম সাহেব হয়ে গেছে নাকি? এসব ছবি নিয়ে আমাকে বেচতে বেচতে সর্বনাশ করে ফেলছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির প্রবীণ নেতা আবু জাফর চৌধুরী, মো. হাবিবুল্লাহ মাস্টার, কিউসি গ্রুপের জেনারেল ম্যানেজার ইকবাল হাছান, উপজেলা বিএনপির নেতা মোসলেহ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, এস. এম. রেজাউল রহিম আজম, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশুল হক বাবু, পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, হলদিয়া ইউনিয়নের সাবেক সভাপতি এস. এম. কামাল উদ্দিন, হারুনর রশীদ বাবুল, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম জিকু, যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরাম মিয়া, মো. আলী সুমন, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, মো. রেওয়াজ, জাহাঙ্গীর আলম, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ মির্জা, বিএনপি নেতা মানিক হোসেন চৌধুরী, উত্তর জেলা ছাত্রদল নেতা তসলিম উদ্দিন ইমন, সাইফুল আজম ছোটন, হাছান বাহাদুর, জাহেদুল ইসলামসহ আরো অনেকে।

এছাড়াও সভায় জেলা, উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর ২টা থেকে উপজেলার উত্তরের হলদিয়া ও দক্ষিণের পাহাড়তলীসহ ১৪ ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা প্লেকার্ড, ব্যানার ও ধানের শীষের প্রতীকসহ মিছিল নিয়ে কলেজ মাঠে সমবেত হন।

আয়োজকদের দাবি অনুযায়ী, সমাবেশে ২০ হাজারের বেশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সভায় বক্তারা দাবি জানান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যেন আগামী নির্বাচনে অংশ নিতে পারেন।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তররাজনীতি