রাজধানির পুরান ঢাকায় দিনে-দুপুরে এলোপাতাড়ি গুলি, নিহত ১

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১০ নভেম্বর, ২০২৫

রাজধানির পুরান ঢাকায় দিনে-দুপুরে এলোপাতাড়ি গুলি, নিহত ১

রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে এলোপাতাড়ি গুলির এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা দু’জন ব্যক্তি অজ্ঞাত এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সকাল ১১টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিহত ব্যক্তির শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনাটি নিশ্চিত করে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) ফজলুল হক বলেন, “গুলিতে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ন্যাশনাল মেডিকেল থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে বলে জানিয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়