৪৭ থেকে ২৫ পর্যন্ত কেউ কষ্ট পেলে বিনা শর্তে ক্ষমা চাই: জামায়াত আমির
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৩ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “১৯৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের আজ ২২ অক্টোবর পর্যন্ত জামায়াতের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে ক্ষমা চাই।”
সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি দলের বর্তমান অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, “আমাদের সংগঠন মানুষের সংগঠন। আমাদের ১০০টা সিদ্ধান্তের মধ্যে ৯৯টা সঠিক, একটা তো বেঠিক হতে পারে। এখন আমাদের মাফ চাওয়ার পর অনেকে বলেন যে, এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, অন্য ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আমরা বলি, বিনা শর্তে মাফ চাইলাম কোনো শর্ত দিলাম না, তারপরে আর বাকি থাকল কোনটা।”
ডা. শফিকুর রহমান জানান, অতীতে দলীয়ভাবে একাধিকবার ক্ষমা প্রার্থনা করা হয়েছে। “এই এপোলজি আমরা মিনিমাম ৩ বার দিয়েছি। গোলাম আযম দিয়েছেন, মতিউর রহমান দিয়েছেন এবং আমি দিয়েছি।”
তিনি বলেন, “কিছুদিন আগে এ টি এম আজহারুল ইসলাম যখন জেল থেকে মুক্ত হলেন, তখনো আমি বলেছি ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের দ্বারা কেউ যদি কষ্ট পান বা ক্ষতি হয়ে থাকে আমি ব্যক্তি ও সংগঠনের পক্ষে আপনাদের কাছে ক্ষমা চাই।”
তিনি আরও বলেন, “আমার সহকর্মী ও সিনিয়র যারা ছিলেন তারা বলেননি যে আমরা সব ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সব ভুলের ঊর্ধ্বে অবশ্যই জাতি এটা মানবে না।”
জামায়াতের আমির জানান, রাজনৈতিক ইতিহাসে ভুল স্বীকার করা সাহসের ব্যাপার এবং তা বিভাজন নয়, বরং সংলাপের সুযোগ তৈরি করে। তিনি বলেন, “আমাদেরকে অনেকে ক্ষমা চাইতে বলেন। তারা কি ফেরেশতার দল? আমরা অন্যদের সম্পর্কে প্রশ্ন তুলি না। অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে।”
তিনি আরও বলেন, “এখন মাফ চাওয়ার পরে বলে যে, ‘এই ল্যাঙ্গুয়েজে চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হব’। …বিনা শর্তে মাফ চাইলাম, কোনো শর্তও দিলাম না; তারপর আর বাকি থাকল কোনটা, এটা তো বুঝি না।”
এর আগে চলতি বছরের ২৭ মে ঢাকায় সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেছিলেন, “যখন যেভাবে হোক, মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে।”


.png&w=3840&q=75)

