নির্বাচন কমিশনের (ইসি) নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ‘শাপলা’ প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হবে না। তবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) শাপলা প্রতীক বরাদ্দ না পাওয়ার পরও তাদের চলমান রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশে প্রতীকটি ব্যবহার করছে।
ইতোমধ্যে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি- বিভিন্ন স্থানে এনসিপির ব্যানার, পোস্টার ও ফেস্টুনে শাপলা প্রতীকের ব্যাপক ব্যবহার দেখা গেছে। বিশেষ করে চট্টগ্রামের সমাবেশজুড়ে ছিল শাপলার প্রচার।
ইসি শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিলেও, কোনো সরাসরি নিষেধাজ্ঞা দেয়নি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, অতীতে বিভিন্ন দল শাপলা প্রতীক চাইলেও তা দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও পতাকার সম্মান রক্ষার প্রেক্ষাপটে শাপলাকে প্রতীক তালিকায় না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপি তাদের নিবন্ধন আবেদনের সময় ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ এই তিনটি প্রতীক প্রস্তাব করেছিল। শাপলা না পেয়ে দলটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে নাগরিক ঐক্যও পূর্বে ‘কেটলি’ প্রতীক পেলেও পরে শাপলা চেয়ে আবেদন করেছে।
দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, ‘আমরা যখন নিবন্ধন পাই, তখন পছন্দ অনুযায়ী প্রতীক পাইনি। এ কারণে গেলো ১৭ জুন প্রতীক পরিবর্তনের আবেদন করেছি এবং পছন্দক্রমে “শাপলা” ও “দোয়েল” উল্লেখ করেছি।’
বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালায় রয়েছে ৬৯টি প্রতীক। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তা ১০০–এর বেশি করার পরিকল্পনায় রয়েছে ইসি। সংশোধিত তালিকা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানা গেছে।
তবে শাপলা প্রতীক বরাদ্দ না পাওয়া সত্ত্বেও এনসিপি তা প্রকাশ্যে ব্যবহার করায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতি প্রশ্ন উঠছে।
এক নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক বিশ্লেষক বলেন, প্রতীক না পেয়ে রাজনৈতিক কর্মসূচিতে প্রতীক ব্যবহার করাটা নিয়মের বাইরে পড়ে যায়। এতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মর্যাদা ক্ষুণ্ন হতে পারে।
অন্য একজন বিশ্লেষক, নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, যদি কমিশন বলেই দেয় যে প্রতীকটি তফসিলভুক্ত নয়, তবে তা ব্যবহার করাটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা- যা ভবিষ্যতে আইনি বিতর্কের জন্ম দিতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বিশ্লেষক সিটিজি পোস্টকে বলেন, কোন প্রতীককে কমিশন তফশিলভুক্ত না করার সিদ্ধান্তের পরও ঐ প্রতীকের ব্যবহার রাজনীতিতে নয়া বিতর্কের জন্ম দেবে। শুধু তাই নয় ভবিষ্যতে আইনি বিতর্কও তৈরি হতে পারে।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে কোন যোগাযোগ করা যায় নি।
সিটিজিপোস্ট/এমএইচডি/এইচএস
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যাণে এনসিপির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) সমাবেশে স্টেজে ওঠাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেয় পুলিশ।সাংবাদিকদের দাবি, তাদের পরিচয় থাকা সত্ত্বেও পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করেছে, যা ন...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যাণে এনসিপির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) সমাবেশে স্টেজে ওঠাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের কাজে...