প্রায় এক দশক পর আবারও পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের দারুণ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।
মাত্র ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না টাইগারদের। অভিষিক্ত পেসার সালমান মির্জা শুরুতেই জোড়া আঘাতে ফেরান তানজিদ তামিম ও লিটন দাসকে। দুজনই করেন মাত্র ১ রান।
তবে এরপর হাল ধরেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। ৭৩ রানের দৃঢ় জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই জুটি। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও অপর প্রান্তে পারভেজ হোসেন ইমন তুলে নেন অপরাজিত ৫৬ রান (৩৯ বল)। শেষ দিকে জাকের আলির ১৫ রানের ঝড়ো ইনিংসে ২৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। শুরু থেকেই চাপে পড়ে সফরকারীরা। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী ও তানজিম সাকিবের দারুণ বোলিংয়ে একপর্যায়ে ৪৬ রানে ৫ উইকেট হারায় তারা। ফখর জামানের ৪৪ রানের ইনিংস ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি।
শেষ ওভারে তাসকিন আহমেদ পরপর তিন বলে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে ১১০ রানেই থামিয়ে দেন। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে গড়েন বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সবচেয়ে কম রান তাড়া করে পাওয়া জয়। একইসঙ্গে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহও এটি।
অধিনায়ক হিসেবে লিটন দাসের এটি টানা তৃতীয় জয়। সিরিজের পরবর্তী ম্যাচে টাইগারদের সামনে থাকবে সিরিজ জয়ের হাতছানি।