ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, "আওয়ামী লীগ হলো শাহী চোর-চাঁদাবাজ, আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পোস্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।"
রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "ভারতের সঙ্গে বাংলাদেশের কাঁটাতারের বেড়া আসল সমস্যা নয়, বরং আদর্শ ও নীতির পার্থক্যই মুখ্য। বাংলাদেশ একটি মুসলমানদের দেশ, এটাই সবচেয়ে বড় পার্থক্য।" তার অভিযোগ, "ইসলামকে ধ্বংস করার মধ্য দিয়ে কেউ যদি বাংলাদেশের আদর্শ নষ্ট করে, তাহলে সিকিমের মতো ইতিহাস পুনরাবৃত্তি হতে পারে। তিনি বলেন, “ভারত একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
আওয়ামী লীগ, বিএনপিকে আক্রমণ করে তিনি বলেন, “দুই নম্বর নেতার হাতে দেশ এক নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষকে সুযোগ দিয়েছেন, এবার হাতপাখাকে দিন। তারা বারবার পরীক্ষায় ফেল করেছে, আমরা একবার ফেল করলে আর নির্বাচনে আসব না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজসহ স্থানীয় নেতারা।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২১ জুলাই, ২০২৫
নির্বাচন কমিশনের (ইসি) নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ‘শাপলা’ প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হবে না। তবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) শাপলা প্রতীক বরাদ্দ না পাওয়ার পরও তাদের চলমান রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশে প্রতীকটি ব্যবহার করছে।ইতোমধ্যে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি- বিভিন্ন স্থানে এনসিপ...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২১ জুলাই, ২০২৫
নির্বাচন কমিশনের (ইসি) নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ‘শাপলা’ প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হবে না। তবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) শাপলা প্রতীক বরাদ্দ না পাওয়ার পরও তাদের চলমান রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশে প্রতীকটি ব্যবহার করছে।ইতোমধ্যে “দেশ গড়তে...