চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ রাজনৈতিক দল ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালিয়েছেন।
ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডি থেকে প্রকাশিত হয়েছে। প্রায় ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, এক যুবক মহাসড়কের ওপর ফেলে রাখা গাছের গুঁড়িতে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছেন। এরপর আরও কয়েকজন মিছিল শুরু করেন ও স্লোগান দিতে থাকেন।শনিবার (১৯ জুলাই) মধ্যেরাতে উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মী নিহত এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) সারা দেশে হরতালের ডাক দিয়েছে সংগঠনটি। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই রাতের অন্ধকারে মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালান ছাত্রলীগ কর্মীরা।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর মহাসড়ক থেকে গাছ সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করার চেষ্টা করে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, মহাসড়কে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সিটিজি পোষ্ট/এম
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...