চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ রাজনৈতিক দল ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালিয়েছেন।
ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডি থেকে প্রকাশিত হয়েছে। প্রায় ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, এক যুবক মহাসড়কের ওপর ফেলে রাখা গাছের গুঁড়িতে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছেন। এরপর আরও কয়েকজন মিছিল শুরু করেন ও স্লোগান দিতে থাকেন।শনিবার (১৯ জুলাই) মধ্যেরাতে উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মী নিহত এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) সারা দেশে হরতালের ডাক দিয়েছে সংগঠনটি। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই রাতের অন্ধকারে মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালান ছাত্রলীগ কর্মীরা।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর মহাসড়ক থেকে গাছ সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করার চেষ্টা করে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, মহাসড়কে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সিটিজি পোষ্ট/এম
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যাণে এনসিপির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) সমাবেশে স্টেজে ওঠাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেয় পুলিশ।সাংবাদিকদের দাবি, তাদের পরিচয় থাকা সত্ত্বেও পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করেছে, যা ন...
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
২০ জুলাই, ২০২৫
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যাণে এনসিপির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) সমাবেশে স্টেজে ওঠাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের কাজে...