এনসিপির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) জুলাই পদযাত্রা ও বিকেলের সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরজুড়ে কঠোর নিরাপত্তা জারি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিপ্লব উদ্যান ও এনসিপি নেতাদের অবস্থানরত স্টেশন রোডের মোটেল সৈকত ঘিরে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক সূত্র জানায়, এনসিপির আজকের সমাবেশ উপলক্ষে মোটেল সৈকতে শনিবার সন্ধ্যা থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সিএমপির একটি বিশেষ টিম হোটেলটি ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর দিয়ে ‘সুইপিং’ করে। যেখানে এনসিপি নেতারা অবস্থান করবেন, সেই তিনটি ফ্লোরে তল্লাশির পর নিরাপত্তা সদস্য ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই তল্লাশি অভিযান।
সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা এনসিপির মঞ্চ ভেঙে ফেলার ঘটনা প্রশাসনকে বাড়তি সতর্ক করেছে। এছাড়া এনসিপি নেতা নাসিরউদ্দিনের কিছু বিতর্কিত বক্তব্য ঘিরেও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, আজ (রোববার) সকাল ৮টার দিকে মোটেল সৈকত থেকে রাঙামাটির উদ্দেশে রওনা হয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে কাপ্তাই হয়ে পথসভা সম্পন্ন করে বিকেলে বিপ্লব উদ্যানে ফিরবেন এবং সেখানে মূল সমাবেশে বক্তব্য দেবেন।
চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। হোটেলে যেহেতু নেতারা অবস্থান করছেন, সেহেতু সেখানে আগেভাগেই সুইপিং ও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশস্থলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।”
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দফায় দফায় সংঘর্ষ এবং বিরোধী দলের প্রতিক্রিয়াশীল অবস্থানের প্রেক্ষাপটে এনসিপির এই জনসমাবেশ প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, পুরো দিনজুড়ে গোয়েন্দা তৎপরতা থাকবে জোরালো, এবং যেকোনো প্রকার উসকানি বা সহিংসতা মোকাবেলায় প্রস্তুত থাকবে র্যাব, পুলিশ ও সোয়াত ইউনিট।
প্রসঙ্গত, এনসিপি চলমান জুলাই পদযাত্রার অংশ হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে সভা-সমাবেশ করে আসছে, যার মূল দাবি—সংবিধান সংস্কার, স্বতন্ত্র নির্বাচন কমিশন ও জনগণের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা।
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...