ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের সাক্ষাৎকার বিতর্ক, ফখরুল দায়ী করলেন এআইকে

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের সাক্ষাৎকার বিতর্ক, ফখরুল দায়ী করলেন এআইকে

ভারতীয় গণমাধ্যম দৈনিক এই সময়-এ প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে “এই সময় অনলাইন” ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারের বেশ কিছু অংশকে ঘিরে শুরু হয় সমালোচনা। আলোচিত অংশগুলোর মধ্যে একটি হলো, ফখরুলকে উদ্ধৃত করে বলা হয়েছে—“আমরা চাই, ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক। আমরা কলকাতা যাব, কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি। আবার সেই সুযোগ পাব। সিনেমা, থিয়েটার দেখব। মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে। ভিসা প্রক্রিয়া সাবলীল হবে। ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত। ভুল বোঝাবুঝির অবসান হোক।”

সাক্ষাৎকার প্রকাশের পর জামায়াত, এনসিপি সহ বিভিন্ন মহল তীব্র নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া জানায়।

Screenshot 2025-09-23 234446

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেল থেকে এক বার্তায় জানানো হয়, সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে নিউ ইয়র্ক সফররত অবস্থায় গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, “ওই নিউজটা ফেইক নিউজ। ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে।”

Screenshot 2025-09-23 234640

তবে বিতর্কের মধ্যে এই সময় পত্রিকাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতেও পরিবর্তন আনে। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে কেবল মির্জা ফখরুলের একক ছবি দেওয়া হলেও, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সেই ছবি বদলে দেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পত্রিকার সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের একসঙ্গে দাঁড়ানো একটি ছবিতে।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
রাজনীতি