আগামী ২১ নভেম্বর পালিত হবে সশস্ত্র বাহিনী দিবস

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৯ নভেম্বর, ২০২৫

আগামী ২১ নভেম্বর পালিত হবে সশস্ত্র বাহিনী দিবস

আগামী ২১ নভেম্বর (শুক্রবার) যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হবে সশস্ত্র বাহিনী দিবস।

দিবসটি উপলক্ষে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি, স্থাপনা এবং বিমান বাহিনী খাঁটিতে বিশেষ কর্মসূচি আয়োজন করা হবে। সকাল ফজরের নামাজের পর দেশের কল্যাণ ও সশস্ত্র বাহিনীর অগ্রগতি, স্বাধীনতা যুদ্ধে শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হবে।

মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী প্রদান করেছেন। দিবসের সকালে তারা ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসস্থ মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এসময় ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করা হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

দিবসটি উপলক্ষে ঢাকার বাইরে বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনার সেনানিবাস/খাঁটিতেও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি দেশের অন্যান্য সেনা গ্যারিসন, নৌ জাহাজ ও স্থাপনায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বিশেষভাবে ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর জাহাজসমূহ সবার দেখার জন্য নিকটস্থ ঘাটে রাখা হবে।

এদিকে, ২০ নভেম্বর বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় “বিশেষ অনির্বাণ” অনুষ্ঠান সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার ২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে “বিশেষ দুর্বার” অনুষ্ঠান সম্প্রচার করবে। এছাড়া সশস্ত্র বাহিনীর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়