এ বছরও বিজয় দিবসে প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৯ নভেম্বর, ২০২৫

এ বছরও বিজয় দিবসে প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বছর বিজয় দিবসকে ঘিরে কোনো অস্থিরতার শঙ্কা না থাকলেও গত বছরের মতো এবারও প্যারেড হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়া উচিত নয়। তবে গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া হয়েছে। পরে তাকে ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই জিনিসটা আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর হয়তো আমি জানতে পারব।

এভাবে কাউকে তুলে নেওয়া অপরাধ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমি দেখব।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেশে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছিল। এমনতাবস্তায়, বিজয় দিবস উপলক্ষে কোনো শঙ্কা দেখছেন কিনা-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রায় হওয়ার পরে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার শঙ্কা নেই। শুধু গত বারের মতো এবারও প্যারেড হবে না, অন্য সব কর্মসূচি ঠিক থাকবে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়