উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অ/স্ত্র ও ইয়াবাসহ আটক ৪

দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও দুই হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ

সিটিজি পোস্ট প্রতিবেদক

উখিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৫ অক্টোবর, ২০২৫

উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অ/স্ত্র ও ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি ও দুই হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে ফরিদ আলমের বাড়ির সামনে সন্দেহজনক অবস্থায় থাকা চারজনকে আটক করে। তল্লাশিতে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ, একটি শর্টগানের খালি খোসা, একটি রাইফেলের গুলির খালি খোসা এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলে— বালুখালী এলাকার বাসিন্দা মো. কায়সার (২১) ও ফরিদ আলম (৪৭) এবং রোহিঙ্গা ক্যাম্প- ১১ ও ক্যাম্প- ১২ এর বাসিন্দা ফোরকান (২৩) ও আব্দুল কাদের (২০)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে।’’

তিনি আরও জানান, ‘‘উখিয়া এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের ধারণা, আটকরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা পাচার ও অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত ছিল।’’

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
কক্সবাজার