নতুন নামে আসছে গণতান্ত্রিক ছাত্রসংসদ : নাম হতে পারে ‘জাতীয় ছাত্রশক্তি’
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২১ অক্টোবর, ২০২৫
_(52).jpg&w=3840&q=75)
গণ-অভ্যুথানের পর জন্ম নেওয়া দেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ নতুন নামে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
সংগঠনটির নেতৃত্বসূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন নাম হতে পারে ‘জাতীয় ছাত্রশক্তি।’
জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশের উদ্যোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন শিক্ষা ও সামাজিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করছে।
সংগঠনটির দাবি, তাদের আদর্শিকভাবে এনসিপি-এর সঙ্গে মিল রয়েছে তবে তারা এনসিপির লেজুড়বৃত্তিক ছাত্রসংগঠন হিসেবে কাজ করতে চান না। বরং তারা স্বতন্ত্র ও স্বাধীন সংগঠন হিসেবেই নিজেদের অবস্থান বজায় রাখতে চান।
ছাত্র সংগঠনটির শীর্ষ কয়েকজন নেতা সিটিজি পোস্টকে জানিয়েছেন, ডাকসুসহ ছাত্র সংসদগুলোর নির্বাচন ও পরিবর্তিত সময়ের প্রেক্ষাপটে সংগঠনের কাঠামো ও কার্যক্রমে নবায়ন আনার অংশ হিসেবেই এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় সমন্বয় সভা করবে সংগঠনটি। ওই সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
রাজধানীর শাহাবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উক্ত সমন্বয় সভা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেছিলেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। বর্তমান কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার আহ্বায়ক হিসেবে আছেন এবং জাহিদ আহসান দায়িত্ব পালন করছেন সদস্য সচিব হিসেবে। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সমন্বয় সভায় পদের রদবদল হতে পারে।
নতুনভাবে যারা বড় দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে তারা হলেন জাহিদ আহসান, আবু বাকের মজুমদার, আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, মহির আলম, আশরেফা খাতুন, ফারদিন হাসান অন্তন, খান তালাত রাফি ও জুবায়ের হোসাইন।
এছাড়া তরুণ নেতা নাঈম আবেদীনসহ অনেকেই সংগঠনটির নতুন নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারে বলে জানা গিয়েছে।
সিটিজিপোস্ট/ এসএইচএস


.png&w=3840&q=75)

