প্রতি ভোটকেন্দ্রে পাঁচ সেনা সদস্য মোতায়েনের দাবি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৯ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতি কেন্দ্রে মাত্র একজন সেনা সদস্য রাখলে নিরাপত্তা বা তদারকিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন সেনা সদস্য মোতায়েনের বিষয়টি বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ দাবি করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘এক মাসও হয়নি—২০ দিনও হয়নি—একজন ডিসি বদলি হয়ে গেছেন। সেটিও আকস্মিকভাবে। আবার এই সপ্তাহেই বহু কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। মনে হয় এর পেছনে যেন কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা কাজ করছে।’
সংলাপে দলটির পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলিতে লটারির পদ্ধতি চালুর প্রস্তাবও তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর ভাষায়, ‘লটারির মাধ্যমে স্থান পরিবর্তন হলে যার যেখানে হওয়ার কথা, সে সেখানে যাবে; এতে প্রশ্ন বা সন্দেহের অবকাশ থাকবে না।’
ভোটার তালিকায় ছবি আরও স্পষ্ট করার উদ্যোগ নেওয়া এবং প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে, তা স্পষ্ট করার অনুরোধও করেন তিনি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সংলাপে ইসিকে আরও দৃঢ় হওয়ার আহ্বান জানান। তিনি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করার প্রস্তাব দেন।




